শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের গণশুনানিতে গ্রাহকদের অভিযোগ

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭৪ Time View

মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:

সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নানাবিধ বিষয়ে অভিযোগ, প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদানে প্রতিশ্রুতির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় তালতলী বাজারে সন্দ্বীপ উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানিতে উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার প্রায় অর্ধশতাধিক গ্রাহক শুনানিতে বক্তব্যে অংশগ্রহণ করেন।

এ সময় গ্রাহকরা বিগত সময়ে বিদ্যুৎ এর খুটি বানিজ্য, ডিমান্ড চার্জ, পোষ্টপেইড মিটার ফিরিয়ে আনা, ভুতরে বিদ্যুৎ বিল, অতিরিক্ত টাকার বিনিময়ে মিটার বানিজ্য , বাড়ির উপরে বৈদ্যুতিক লাইন, বিকাশের মাধ্যমে বিল প্রদান করলে ৫শ জায়গায় ৪শ টাকা, বৈদ্যুতিক লাইন সংযোগের বিষয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন গ্রাহকেরা। প্রত্যুত্তরে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিতরণ (বিউবি) চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদার জানান আপনাদের সকাল বিষয়ের কথা আমরা শুনেছি এবং সব বিষয়ের উপর আপনাদের কথা গুলো ও চিঠি গুলো আমরা ফাইল করেছি, নতুন বাংলাদেশ বিনির্মানে খুব দ্রুত সমস্যা গুলি সমাধান প্রদানের আশ্বাস দেন।

সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শামসুদ্দিন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্হা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোর্শেদ মনজুরুল ইসলাম, বক্তব্য রাখেন
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়কর বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক কাউছার চেয়ারম্যান, গাজী মোহাম্মদ হানিফ, আজমত আলী বাহাদুর, উপজেলা বিএনপির সদস্য কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা ফোরকান উদ্দিন রিজভী, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ হাশেম, সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক মিলাদ উদ্দিন মুন্না, দৈনিক নয়া দিগন্ত সন্দ্বীপ প্রতিনিধি রিদোয়ানুল বারী, মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মাইনউদ্দীন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল মাওলা শিমুল, সন্দ্বীপ পৌরসভা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন কমিশনার, পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,ধোপার হাট ব্যবসায়ী জামাল উদ্দিন, পন্ডিতের হাটের ব্যবসায়ী ডাক্তার মতিলাল সহ আরও বিভিন্ন শ্রেণী পেশার অনেকে বক্তব্য রাখেন।

শুনানিতে আর ও উপস্থিত ছিলেন এনাম নাহার মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, দি গার্ডিয়ানের স্টাফ রির্পোটার কাজী শামসুল আহসান খোকন, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন , দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, দৈনিক বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক যায় যায় কাল প্রতিনিধি মাইনউদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনসাধারণ শুনানিতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102