শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

লক্ষ্মীপুর কমিউনিটি ০৬/০৮ শিক্ষাবর্ষ ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):

টানা বৃষ্টির কারনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী,লক্ষীপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারী বৃষ্টি হচ্ছে। এসব এলাকা উঁচু হওয়ায় বাংলাদেশে ঢলের পানি বৃদ্ধি পায় ।দেশের এই কঠিন অবস্থায় বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য ০৬/০৮ লক্ষ্মীপুর কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে বন্ধুমহল উপহার সামগ্রী বিতরণ করে।

আজ রবিবার (২৫) আগষ্ট তারিখে সকাল থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নে, ২ নং চরবংশী ইউনিয়ন, এবং ১০ নং ইউনিয়নে উপহার সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভা বিতরণ অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশন থেকে জানা যায়।

এর আগে শনিবার বন্ধুমহল রায়পুর আইডিয়াল মেডিকেল সার্ভিসেসের হল রুমে উপহার সামগ্রী প্রস্তুত করে। উপহার সামগ্রীর মধ্যে ছিলো শুকনো খাবার মুরি, চিড়া, বিস্কুট, চানাচুর, আখের গুড়।

সে সময় রায়পুর ০৬/০৮ ফেইসবুক মেসেঞ্জার গ্রুপের এডমিন ফয়েজ উদ্দিন, ওমর ফারুক, মাহমুদ সানি, রেহান সহ বন্ধুমহল বলেন এখন সংকটময় সময় চলছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষেরা বন্যায় খুব বিপদের মধ্যে রয়েছে। তাদের এই বিপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রায়পুরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে লিষ্ট করে বন্যার্তদের মাঝে রায়পুর আইডিয়াল মেডিকেল সার্ভিসের এম্বুলেন্সে করে উপহার সামগ্রী পৌঁছে দিই,  এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

০৬/০৮ ফাউন্ডেশনের এডমিন কামরুল হাসান,  ডি এস নয়ন, সুশীল সমাজ রিপন মাষ্টার, এনামুল এহসান, সাব্বির এনাম চৌধুরী, রুবেল গাজি, মাহবুব ভুঁইয়া রাজু, স্বপন কবিরাজ, আরিফ হোসেন রুদ্র, সাংবাদিক লিটন, সোহাগ মোল্লা , আইডিয়াল মেডিকেল সার্ভিসের পরিচালক নাজমুল এহসানের সার্বিক সহযোগিতায় বন্যার্তদের মাঝে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102