পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের পাশেই ভদ্রা নদী। ২২ আগস্ট দুপুরে এখানে পানি উন্নয়ন বোর্ডের ২২ নং পোল্ডারে উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে।দেশের দক্ষিণ অঞ্চল সারা বছরই প্রায় বাঁধ ভাঙা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়। স্থানীয় লোকজন রাতেই মেরামতের চেষ্টা করে, কিছু অংশ দৃশ্যমান ও করে কিন্তু সকাল হতে না হতেই আবার সেটা ভেঙে যায়।
২৩/৮/২৪ তাং সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে এক হাজারেরো বেশি লোকবল নিয়ে বাঁধ মেরামতে অংশ নেয়,এর সাথে সাধারণ জনতা অংশ নেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
আবারো ২৪/৮/২৪ তাং সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে প্রায় ৪ হাজারের মতন লোকবল নিয়ে বাঁধ মেরামতে অংশ নেয় , এর সাথে সাধারণ জনতা অংশ নেয়, ও স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহণ করেছিল, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যারা নিরালস পরিশ্রম করে সকলের সাথে কাধে কাধ মিলিয়ে বাঁধ বিনির্মান করেছে। বাধের কাজ অর্ধেক সমাপ্ত করতে সক্ষম হলেও জোয়ারের পানি এসে ২ জায়গায় আবার ও ভাঙ্গন এর সৃষ্টি হয়।
জাতীর এই ক্লান্তি লগ্নে -ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ এগিয়ে আসছে এবং এরাই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশ ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss