মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস আদায়সহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
২৪ আগস্ট শনিবার বেলা ২টার দিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক। এ অবস্থায় মহাসড়কের দুপাশে দীর্ঘ ২ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার সাধারণ যাত্রী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালানো হয়।
কারখানার শ্রমিক শারমিন আক্তার বলেন, আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার বোনাস বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই মহাসড়কে নেমে এসেছি।
লাইলী বেগম বলেন, ঈদুল আজহা গেল কত দিন, এখনো আমাদের তিন দিনের বোনাস পেলাম না। আমাদের সংসার হলো নুন আনতে পান্তা ফুরানোর দশা। আমাদের বাচ্চারা কিভাবে খাবে, তাদের খরচ বরণ পোষণ কিভাবে দেব তা নিয়ে মহা সমস্যায় পরে গেছি। আমাদের দেখার কেউ নাই।
শ্রমিক নাজমুল মিয়া বলেন, আমাদের দাবি দাওয়া নিয়ে গেলে অফিসাররা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা কই যাব। এ জন্য রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। আমাদের কোন উপায় নেই।
ঘটনার পর কারখানার মালিক এসে তাদের সকল দাবি মেনে নিয়ে কাজ করার নির্দেশ দেন । ঘটনার পরপরই শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঢাকা ময়মনসিংহ রোড যান চলাচলের স্বাভাবিক করে দেন। তবে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss