পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।
কালিনগর এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে পূর্বের আম্ফানের ভাঙ্গনে দক্ষিনে প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে।
ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়েছে। সন্ধ্যায় পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। দেলুটি ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন, আমরা সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইনামুল ভাইয়ের নেতৃত্বে এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির চাপে বাঁধ মেরামত করা সম্ভব হয়নি।
এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss