
মোঃ ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ ২৩শে আগষ্ট রোজ শুক্রবার সরকারী সফরে নিজ উপজেলা চুনারুঘাটে আসছেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকার বাসা থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১১ টায় পৌছবেন। তারপর তিনি তার নিজ বাড়ী উপজেলার নরপতি হাবেলিতে পৌঁছে তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিুবুল হাসানসহ পারিবারিক কবর জিয়ারত করবেন।
পরে তিনি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরন করে বিকাল ৩ টায় উপজেলায় পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার একান্ত সচিব আবু নাইম মোঃ মারুফ খান।