মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
ছাত্র-জনতার দাবির মুখে চট্টগ্রাম সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা রুটে ফের কমেছে স্পিড বোট সহ অন্যান্য নৌযানের ভাড়া। বৃহস্পতিবার দুপুরে কুমিরা ঘাটে বিআইডব্লিউটিএ,টিসি কর্তৃপক্ষ ,যাত্রী আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকদের এক যৌথ মতবিনিময় সভায় এই ভাড়া পূননির্ধারন করা হয়।
বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলনের ব্যানারে দীর্ঘদিন ধরে সহনীয় মাত্রায় নৌযানসমূহের ভাড়া নির্ধারন করার জন্য সাধারন যাত্রীরা দাবী জানিয়ে আসছিল। এর আগে দু'দফা ভাড়া কমানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখান করে। শুক্রবার সকাল থেকে পূননির্ধারিত ভাড়ায় নৌযানসমূহের ভাড়া কার্যকর করার কথা জানিয়েছেন ঘাট ইজারাদার প্রতিনিধি জগলুল হাছান নয়ন। সূত্রে জানা গেছে,স্পিড বোট ভাড়া ইতোপূর্বে নির্ধারিত ৩১০ টাকার স্থলে ২৫০ টাকা,মালের বোট বা সার্ভিস বোট যাত্রীপ্রতি ১৫০ টাকার স্থলে ১২০ টাকা এবং জাহাজ ভাড়া যাত্রীপ্রতি ১৪০ টাকার স্থলে ১২০ টাকা পূননির্ধারিত হয়।
নৌমন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, আগামী এক মাসের মধ্যে এ ভাড়া আরো কমবে। তারা অচিরে এ রুটে অনুমোদন নিয়ে উন্মুক্তভাবে যাত্রী পারাপারের সুযোগ দেয়ার আশ্বাস প্রদান করেন।মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা --প্রকৌশলী বেলায়েত হোসেন, এডভোকেট সেকান্দর বাদশা,নুরুল মোস্তফা খোকন,জাহাঙ্গীর বাবর,ফোরকান উদ্দিন রিজভী, আজমত আলী বাহাদুর,অধ্যাপক শোয়েব আহমেদ, মোকতাদের আজাদ খান,আমিনুর রসুল বাবুল,সাংবাদিক সালেহ নোমান, ওমর ফয়সাল,খাদেমুল ইসলাম, নজরুল মাহমুদ, সাজ্জাদ হোসেন জিহাদ,রাকিব উল্যা,আশরাফুল আলভী,শামীম হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএর পরিচালক এ.কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে নৌমন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের নয় সদস্যের একটি প্রতিনিধিদল সীতাকুণ্ডের কুমিরা ঘাটে যান। তারা কুমিরা- গুপ্তছড়া ঘাটের অবকাঠামোগত পরিদর্শন করে ফেরিঘাট চালু ও সন্দ্বীপ প্রান্তে উপকূলীয় বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই সহ সাইট নির্ধারণের রিপোর্ট পেশ করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss