শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার কয়রায় আওয়ামী লীগের কার্যালয়, নেতা-কর্মীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট করা হয় মাছের ঘের। ঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
এলাকাবাসী বলছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় নৈরাজ্য ও অরাজক পরিস্থিতি তৈরি হয়। গত শনিবার থেকে প্রশাসনের তৎপরতা শুরুর পর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি এলাকাছাড়া হওয়ায় তাঁরা সেবাবঞ্চিত হচ্ছেন।
৫ আগস্ট বিকেলে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজার বাড়িতে হামলা করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন হামলা হয় উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও কয়রা সদর ইউপির চেয়ারম্যান বাহারুল ইসলামের বাড়িতে। এ ছাড়া আমাদি, বাগালি, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউপির চেয়ারম্যানের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss