এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া শিল্প নগরী এলাকার ভূইয়া মেডিকেল হল এর স্বাধিকারী মোঃ ইকবাল হোসেন ( বাবুল), তিনি মূলত একজন ফার্মাসিষ্ট হলেও ষাটোর্ধ এই ব্যক্তি মানবিক ডাক্তার নামে খ্যাত। এলাকার সাধারণজন বলেন তাঁর হাতে যশ আছে।
প্রতিদিন তিনি প্রায় শতাধিক রোগী দেখেন আর ভিজিট নেন মাত্র ২০ (বিশ) টাকা।এতে বিশেষ করে গরীব রুগীরা বেশ উপকৃত।বেশ কজন রুগীর সাথে এই বাবুল ডাক্তার চাচার ব্যাপারে কথা বললে তারা বলেন, তিনি একজন সাদা মনের মানুষ এবং গরীবের ডাক্তার, তারা এই ডাক্তার চাচার সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থী।
উনার সাথে আলাপ কালে তিনি বলেন আমি নিম্নবৃত্ত ও মধ্য বৃত্ত রুগীদের সেবা করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। এবং সকলে দোয়া কামনা করি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss