শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

খাল সংস্কার না থাকায় পানির নিচে ডুবে আছে সন্দ্বীপের রাস্তাঘাট ও ঘরবাড়ি

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০৬ Time View

মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘনবসতি পূর্ণ এলাকার পন্ডিতের হাট থেকে পশ্চিমে ও কালিবাড়ি মন্দির থেকে পূর্বে রাস্তা ও বাড়িঘর সামান্য বৃষ্টি বা ভারি বৃষ্টিতে সড়ক ও বাড়িঘর ডুবে যায়। শনিবার সরোজমিনে ঘুরে দেখা যায় পানিতে টুইটম্বর হয়ে রয়েছে পুরো এলাকাটি। সড়কের পাশে খাল ও ড্রেন বন্ধ থাকায় বৃষ্টিতে এ এলাকার বেশির ভাগ বাড়িঘর ডুবে গেছে।

পানিবন্ধির কারণে অনেক স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না, নিত্যপণ্য সামগ্রির আনতে অনেকে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে এসব ময়লা আবর্জনা পানিতে চলাচল করতে অনেকের এলার্জি চিকনগুনিয়া সহ নানান ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে।

পরিস্থিতি এমন হয়েছে যে, বন্যার মতো অনেক বাড়িতে হাটু সমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে কয়েক হাজার বাসিন্দা।

কালীবাড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেক আনন্দ জানান, পুরো বর্ষা মৌসুমে বলতে গেলে এ এলাকা ডুবে থাকে এমন অবস্থা দেখতে ও খোঁজ নিতে দেখা যায়নি কোনো জনপ্রতিনিধিকে। এগিয়ে আসেননি মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল বশার বলেন সেনের হাটের পাশে খাল বন্ধ থাকায় এলাকার কমপক্ষে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও আরিফুল ইসলাম বলেন খাল সংস্কার প্রকল্প আমাদের আগে ও ছিল না, এখন ও নেই, এটি প্রকল্প অফিস বা এলজিইডির কাজ।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম বলেন আমাদের এখন ও এ বিষয়ে উদ্যেগ তেমন ভাবে নিতে পারি নি, তবে আমাদের নতুন একটি প্রকল্প হচ্ছে, সেটাতো এখন কি হয় বলতে পারব না। খালে তো বাঁধ আমরা দিই নি, এটি পানি উন্নয়ন বোর্ডর কাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102