হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি,মোঃ এম এ খাঁন ইমন:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মধ্য গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা মোঃ মতিয়ার রহমানের পুত্র,
মোঃ আবু আলম। বয়সঃ ৩৪ বছর। গায়ের রং ফর্সা। হাইট : ৫ ফুট ৩ ইঞ্চি। কম কথা বলে এবং সহজ সরল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থা থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না!! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম পর্যায়ে, তার সঙ্গে তার বাবার যোগাযোগ হয়। আবু আলম জানায়, আমি যে হোটেলে কাজ করি, সেই হোটেলের মালিক কে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার খাবার জন্য কোন টাকা নেই। তার জন্য ৫০০ টাকা পাঠানো হয়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে। কোনভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়তই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে !!
উনি যেখানে কাজ করতো, শুধু বলেছিল মধুপুরে কাজ করে। এজন্য আমরা ঠিকমত লোকেশন খুঁজে পাওয়া যায় নি !! উনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে কাজ করতো।
পিতা : মোঃ মতিয়ার রহমান, মাতা : মোছাঃ আমিনা খাতুন। তার বাসা লালমনিরহাট জেলার, হাতীবান্ধা উপজেলার, মধ্য গড্ডিমারী ইউনিয়নে।
কোনো সহৃদয়বান ব্যাক্তি সন্ধান পেয়ে থাকলে দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
রাকিব - 01780931972(ভাতিজা)
ফরিদুল - 01788202872( ভাতিজা)
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss