দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা।
বৃহস্পতিবার(১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল - নওগাঁ পত্নীতলার বয়সকইল গ্রামের মৃত হরেনের ছেলে শ্রী শুকুর (২৬), একই গ্রামের নরেশের ছেলে শ্রী নিপন(২৮), বগুড়া শিবগঞ্জের বড়িগঞ্জ গ্রামের মৃত যতিনের ছেলে শী সুমন(৩০), বিল আসড়া গ্রামের মৃত মোসাদ্দেকের ছেলে খাইরুল ইসলাম(৩৫), বুড়িগঞ্জ গ্রামের মানিকের ছেলে শাহাদাৎ হোসেন(২২), একই গ্রামের অশিনির ছেলে সম্পদ(৪৮), শ্রী সঞ্জিত সরকার(৩৬), শিবগঞ্জ সদরের সেকের কোলা গ্রামের চিত্ততরঞ্জনের ছেলে শ্রী মঙ্গল(৩৫, জয়পুরহাট ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের সুনীলের ছেলে শ্রী অর্জুন(৩২), একই গ্রামের শ্রী নিবারনের ছেলে শ্রী সুপদ(৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি শ্যালো ইঞ্জিন চালিত বড় স্ট্যারিং গাড়িতে গভীর রাতে ধরমপুর বিলে বাঁধাই জালসহ কয়েকজন ব্যক্তিকে নামতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী এ সংবাদ চারদিকে ছড়িয়ে দেয়। পরে জোটবেধে তাদের মাছ চুরির প্রস্তুতির সময় ঘিরে ফেলে আটক করে গণধোলাই দেয় বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
ধরমপুর গ্রামের বাসিন্দা মৎস্যচাষি মো. রাজীব বলেন, প্রায় এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নি:স্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আগত এই চোর সিন্ডিকেট এই অঞ্চলে মাছ চুরি করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮জন সদস্য বিলে নামে। এ সময় ১০জন এক পুকুরে বাঁধাই জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। আর ৮জন অন্য পুকুরগুলোর পজিশন দেখতে যান। এমন সময় এলাকাবাসীর হাতে তারা আটক হন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুকুর থেকে মাছ চুরির সময় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করা হয়। থানায় মামলা হয়েছে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss