আরিফ হোসেন রুদ্র ( রায়পুর, লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে ৫ ঘটিকায় রায়পুর উপজেলা শহিদ মিনারের সামনে রায়পুর হিন্দু সনাতনী ছাত্র সমাজের আয়োজনে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাড়ী, প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলার প্রতিবাদে তাদের সুরক্ষার জন্য ৮ দফার দাবিতে মানববন্ধনটি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু সনাতনী ছাত্র সমাজের বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের যান-মালের নিরাপত্তা সহ ৮ দফা দাবী জানান।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন উপজেলার সনাতনী সম্প্রদায়ের সকল মানুষ ও সংগঠন।রায়পুর উপজেলার হিন্দু সনাতনী ছাত্র সমাজের সমন্বয়ক ঘোষ বলেন, আমরা এদের স্বাধীনতা সংগ্রামে জাতি ধর্ম নির্বিশেষে দেশ স্বাধীন করেছি। তবে এখনো কেন এত বৈষম্য আমরা আমাদের দাবী গুলো পূরন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss