চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে শিক্ষার্থীদের পাশাপাশি এবার বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা বিএনপি। ঐতিহ্যবাহী জোড়গাছ বাজারে রোববার দিনব্যাপী বিভিন্ন নিত্যপণ্যের দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে কথা বলেন তারা।
এর আগে সরকার নির্ধারিত খাজনার তালিকা বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় টাঙিয়ে দেয়া হয়।এ সময় চিলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বাজারের ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনার সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী খাজনা দিবেন।গবাদি পশু বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র ক্রেতাগণ খাজনা দিবেন, বিক্রেতাগণ দিবেন না।
অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায়ের চেষ্টা করলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে বলেন তিনি।বাজার মনিটরিংয়ের আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম সুইট, বিএনপির কার্যকরী সদস্য বাবুল মন্ডল, রমনা মডেল ইউনিয়ন সাধারণ সম্পাদক রুকু মন্ডল প্রমূখ।
এদিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাজার মনিটরিংয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারন।
চিলমারী ইউনিয়নের আব্দুস সালাম, নয়ারহাট ইউনিয়নের মতিয়ার রহমান, মো: ইউনুছ আলী বলেন, জোড়গাছ বাজারে গরু বা ছাগল বিক্রি করতে আসলে ইজারাদার ইচ্ছে মাফিক খাজনা আদায় করতেন।ক্রেতা ও বিক্রেতা উভয়কে এ খাজনা দিতে হতো।
অষ্টমীর চর এলাকার নোয়াব আলী বলেন, জোড়গাছ বাজারটি চিলমারীর ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন শস্য, পাট ও গবাদি পশু সহ অনেক কিছু কিনতে আসেন।
একটি সিন্ডিকেটের কারণে বাজারের সুষ্টু পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল আশাকরি বিএনপির এমন উদ্যোগে আবার স্বাভাবিক পরিবেশ ফিরবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss