মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতের নেতারা মতবিনিময় করেছেন।
সোমবার (১২ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাহিরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান বলেন, লালমনিরহাট জেলায় ৪৫০টি জামায়াতের টিম রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি-ঘর ও মন্দিরের উপর হামলা, ভাংচুর, অত্যাচার, নির্যাতন এবং জুলুম না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মীগন নিরাপত্তা দিয়ে আসছেন।
তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশ ২য়বারের মতো স্বাধীন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদসহ যারা শহীদ হয়েছে,তারা এদেশের ২য় মহানায়ক। তাদের অবদান ইতিহাস হয়ে থাকবে। ওই মহানায়কদের রক্তের বিনিময়ে জুলুমবাজ ও স্বৈরাশাসক আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। লজ্জা জনক পতনের পরেও তারা বিভিন্ন ভাবে ষড়যন্র অব্যহত রেখে দেশকে অস্হিতিশীল করতে পায়তারা করছে। তাদের এই ষড়যন্ত্র কে রুখে দিতে হবে।
পরে জামায়াতের নেতারা লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথেও মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আবু তাহের, সহকারী সেক্রেটারী হাফেজ শাহআলম, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল, জেলা কর্মপরিষদ সদস্য লালমনিরহাট ২ নং আসনের নমিনি জননেতা এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।