
নরসিংদী জেলা,রায়পুরা প্রতিনিধি:
এডিঃ এসপি মোঃ সোলায়মান মিয়ার অত্যাচার নির্যাতনে প্রতিবন্ধী আনোয়ার হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে একাধিকবার মারধরের শিকার হয়ে আসতেছেন।
৯ আগষ্ট শুক্রবার সকাল ৮ ঘঠিকার সময় নরসিংদী রায়পুরা পশ্চিমপাড়া মোড় প্রতিবন্ধী আনোয়ার হোসেনে স্ত্রী জোসনা বেগম ও তার ছেলে জোনাক মিয়া নিজ ঘরে থাকা অবস্থায় উক্ত পুলিশ অফিসার সোলায়মানের নির্দেশে তার ছোট ভাই আবু কাউসার সোহেল, ভগ্নিপতি সোহেল ভূইয়া, নাঈম মিয়া, জামাল মিয়া, সানি মিয়া, রোকন মিয়া, অজ্ঞাতনামা আরো ৪, ৫ জন হাতে দা , শাফল, রড, নিয়ে অতর্কিত হামলা চালিয়ে জোনাককে কুপিয়ে মারাত্মক জখম করে ছেলে বাচাতে গেলে জোসনা বেগমকে সারা শরীরে লাঠি দিয়ে বেদক আঘাত করে মারাত্মক ফুলা জখম করে এবং শিলতাহানীর শিকার হন।
জোসনা বেগম আমাদেরকে জানাই আমি সকালে সংসারের কাজ নিয়ে ব্যাস্ত থাকি এবং ঘরে আমার ছেলে জোনাক ছিলো, অনুমান সকাল ৮ ঘঠিকার সময় আমার ঘরে ডুকে সন্ত্রাসীরা আমার ছেলেকে টেনে হেচড়ে ঘর থেকে বের করে এলোপাতাড়ি দা দিয়ে কুপাতে থাকলে ছেলে চিৎকারে আমি ঘর থেকে বের হয়ে ছেলেকে বাঁচাতে গেলে আমাকের লাঠি রড দিয়ে বায়রাতে থাকেন আমার আত্মা চিৎকারে লোকজন দূর থেকে দেখলেও কেউ সন্ত্রাসীের ভয়ে ফিরাতে কাছে আসেনি আমার ছেলের অবস্থা আশংকাজন হাসপাতালে ভর্তি, এডিঃ এসপি সোলায়মান মিয়া আট বছর ধরে আমার শশুরের বাড়ি দখল করে রেখেছেন। আমার শশুর এই বাড়িটি ৪৫ বছর আগে কিনেছিলো, দীর্ঘ আট বছর আগে আমাকে আমার স্বামী প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে আমার ছেলেকে, মারধর করে জোড়পুর্বক দখল করে নিয়ে যায়, এবং কিছুদিন পর পর আমাকে আমার স্বামীকে মারধর হুমকি ধামকি দিয়ে আসছে বাড়ি বিক্রি করে চলে যেতে, আমরা রাজি না হলে আমার ঘরের দরজায় জোড় করে দেওয়াল নির্মাণ করে যেনো আমরা বের হতে না পারি।
সোলেমানের মৃত পিতা সুলতান উদ্দিন ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা আমার শশুর বাড়িতে কাজ করতো, সোলায়মান মুক্তিযোদ্ধা কোটায় এএসপি চাকুরী পায়।সোলেমানের ছোট ভাই সোহেল সন্ত্রাসী সোহেল নামে পরিচিত সে রিকশা চালক ও চা বিক্রি করতো তার ভাই এডিঃ এসপির পাওয়ারে হোন্ডা দিয়ে চলে এবং সন্ত্রাসী গ্রুপ নিয়ে চলাচল করে।
তাদের থাকার যায়গা ছিলোনা এখন ডুপ্লেক্স বাড়িতে বসবাস করে, আমাদের বাড়িটি গ্রাস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। থানায় অভিযোগ করলে থানা পুলিশ উনাদের উর্ধতন কর্মকর্তা বিরুদ্ধে বা উনার ছোট ভাইয়ের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিতে সাহস পায়না।আমরা নিরীহ মানুষ এডিঃ,এসপির কাছে নির্যাতনের শিকার হয়ে আসতেছি, এখন আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট সোলেমান ও তার ছোট ভাইয়ের সন্ত্রাসী গ্রুপের বিচার চাই।