পাইকগাছা উপজেলা প্রতিনিধি,মোঃনুরুল আমিন পলাশ:
খুলনার পাইকগাছা থানার সকল পুলিশ সদস্য জনগনের সেবাই নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক।তিনি বলেন ছাত্র সমাজ এই সবুজ শ্যামল বাংলাদেশকে গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি করেছেন। তাই আমরা যারা বিভিন্ন সেক্টরে দায়িত্বে আছি সুনিপুণ ভাবে দায়িত্ব পালন করলে খুব দ্রুত গতিতে এই দেশ এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি মনে করি।
তাই আমি পাইকগাছা উপজেলা বাসির কাছে দাবি জানাই কোনো প্রকার সহিংসতা পূর্ণ কাজ যেন করা না হয়।আর যদি কেউ করে আপনারা আমাদের অবহিত করবেন অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।তিনি সকলের উদ্দেশে বলেন থানার সকল ধরনের কার্যক্রম চালু আছে। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসতে পারেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss