মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
সন্দ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।
এতে বক্তব্য দেন নৌ বাহিনীর কন্টিনেন্টাল কমান্ডার মোঃ আরিফ, উপজেলা সহকারি কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপি নেতা মাস্টার আবুল কাশেম, মনির তালুকদার, আলমগীর হোসেন ঠাকুর, হারামিয়া বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ও ফসিউল আলম রহিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি জেনারেল সাবেক চেয়ারম্যান আবু তাহের , হালিম উল্ল্যাহ ও মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে উপজেলা পরিষদের নিচে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের সাংবাদিকদের বলেন সারাদেশের ন্যায় সন্দ্বীপে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তার দল কাজ করে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে কোন ব্যক্তি কোথাও অপকর্মে লিপ্ত থাকলে যদি আমাদের দলের লোক হয় তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্হা নিব, আর যদি কোন দুষ্কৃতকারী কারী দলের নামে অপকর্মে করে তাহলে এর দায় ভার আমরা নিব না, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন। আমরা জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বন্ধ পরিকর।