
এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা সদস্য হিসাবে শপথ নিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান।
বৃহস্পতিবার রাত ৯ টায় বঙ্গ ভবনে তাকে শপথ করান মহামান্য রাষ্ট্র প্রতি সাহাবুদ্দিন চুন্নু।
সৈয়দা রেজওয়ানা হাসানের পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হোসান।উনার চাচাত ভাই চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এই সময়ে বাংলাদেশকে পূর্ণগঠনে তিনি অগ্রনী ভূমিকা রাখবেন বলে হবিগঞ্জের মানুষ মনে করে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান বলেন আমরা খুবই আনন্দিত যে হবিগঞ্জের একজন সন্তান পেলাম।
তিনি আশাবাদী সৈয়দা রেজওয়ানা হাসানের মাধ্যমে দেশ জাতি উপকৃত হবে। এ জন্য তিনি হবিগঞ্জবাসীর দোয়া চেয়েছেন বলে তিনি জানান।