এম ফজলুর রহমান খালেদ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান পিটুনিতে নিহত এবং গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবু জাহির।তিনি হবিগঞ্জ জেলার বর্তমান তথা কথিত নির্বাচনের জেলা প্রশাসক আলেয়া জাহির এর স্বামী।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর, সেলিম খান ও শান্ত খান এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বিকেলে বালিয়া ইউনিয়নের বাগাড়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় সেলিম খানের সাথেই ছিল সাবেক সাংসদ আবু জাহির।
জানা গেছে, নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা। এরপর সেখানে আবু জাহির এবং সেলিম নিজ পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়।
তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হোন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।এসময় গনপিঠুনিতে গুরুতর আহত হন হবিগঞ্জের সাবেক সাংসদ আবু জাহির। গনপিঠুনিতে আবু জাহিরের বুকের পাজর ভেঙ্গে গেলে স্থানীয় আনসার সদস্যরা মেজর ওয়াকিউল্লা নাবিদের সহায়তায় জেলা সদর হাসপাতালে পাঠানো।
হসপিটাল সূত্রে জানা যায়, আবু জাহির এমপির বুকের পাজরে ভেঙ্গে যায় পাশাপাশি বাম চোখে বাঁশের লাঠি ডুকে যাওয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে তাকে উন্নত চিকাৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা যাচ্ছে না বলে জানান মেজর ওয়াকিউল্লা নাবিদ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss