মাহাবুল ইসলাম পরাগ:
যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদের ওপর পুলিশ সদস্যদের হামলা।
সাংবাদিক বা মিডিয়া কর্মীগণ কারো শত্রু নয়, তবে এই মুহূর্তে মিডিয়াকে কেউই বন্ধু ভাবছেনা।
বর্তমান সময়ের চলমান পরিস্হিতে সাংবাদিক গণ ত্রিমুখী আক্রমণের শিকার হচ্ছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে, জনগণের ওপর অন্যায় ভাবে কার্যকলাপ চালানো সহ পুলিশ প্রশাসন সহ যেই মাঠে নামছে সবার উদ্দেশ্য একটাই অন্যায় ভাবে নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করা।
সাংবাদিকের কাজই হল মানুষের উপকারে, বিপদ-আপদ, দুঃখ-কষ্টে এগিয়ে এসে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা। সাংবাদিকগণ কখনো কারো বিপদ দেখলে তাকে বিপদ থেকে উদ্ধার করতে সব সময় সহযোগীতা করেন। কিন্ত আজকে আমার সেই সাংবাদিক ভাইয়দের কেন হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে?
বরিশালে যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদকে লাঠি দিয়ে পিটিয়েছে কিছু উগ্রবাদী পুলিশ সদস্য। তার অপরাধ তিনি ছবি তুলেছেন। এটাই যদি তার অপরাধ হয়, তাহলে আমার প্রশ্ন! সাংবাদিকদের কাজ কি?
সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালন কালে বরিশালে একজন, সিলেটের হবিগঞ্জ উপজেলায় একজন ও ঢাকা সহ সমগ্র বাংলাদেশের ভিবিন্ন প্রান্তে অনেকেই আক্রমনের শিকার হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে চাঁর সাংবাদিক নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন।
সিলেটে বাংলা টিভি ও কালবেলা প্রতিনিধি মিঠু দাস নামে এক সংবাদ কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছে।
সিলেটে মিঠু দাস কে গুলি করার সময় তার সাথে এশিয়ান এইচ এর প্রতিনিধি পুলিশকে সাংবাদিক পরিচয় দিয়েছিল তারপরও তার উপর গুলি চালিয়ে আহত করেছে।
ইহা খুবই দুঃখ জনক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহাম্মদ জাফর এক তীব্র নিন্দা বার্তায় জানিয়েছেন ৪ সাংবাদিক নিহত ও শতাধিক সাংবাদিক কে আহত করার ঘটনায়, সংগঠনটির পক্ষ থেকে এমন আচরণ থেকে রক্ষা পেতে রাষ্ট্র কর্তৃক অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে সরকারের নিকট দাবি করা হয়েছে। তিনি আরো বলেন আগামী ২৮ সেপ্টেম্বর মধ্য আইনটি সংসদে পাসের জন্য সংগঠনটি গত ২৮ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষুক সমাবেশে, তিন মাসের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। আমরা আশা করছি সরকার ওই সময়ের মধ্য সাংবাদিকদের জন্য আইটি বাস্তবায়ন করবেন।
(দৈনিক প্রথমবার্তা স্টাপরিপোর্টার চিফ টিভি চ্যানেলের স্টাপরিপোর্টার ) ফুলপুর উপজেলা সংবাদ প্রতিনিধি। (সহযোগী সদস্য) "ফুলপুর প্রেসক্লাব" এর পক্ষ থেকে এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে কোন সাংবাদিক যেন দায়িত্ব পালনকালে এবং পরবতী সময়ে মিথ্যা হয়রানির শিকার না হয়, সেজন্য আমাদের ফুলপুর উপজেলা সহ সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss