সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ নয় পুলিশ সদস্য, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীসহ মোট ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সৌখিন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান ধরে মিছিল নিয়ে মোখতার ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে গিয়ে অবস্থান নেয়।
জানা গেছে, বেশ কিছুক্ষণ উপজেলা পরিষদ গেইটে অবস্থান করে পুনরায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে মোখতার ফোয়ারা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করে এবং একইসাথে মোখতার ফোয়ারা চত্বরের দিক থেকে উপজেলা পরিষদ গেইটের দিকে ছাত্রলীগের বেশ কিছু কর্মী ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক দাবি করেন, তাদের আন্দোলন ও মিছিল প্রথম থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর কারণে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর দায় তারা নিবেন না বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তারা।এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের কাছে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
পরে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদকে ফোন করা হলে তিনি জানান, ‘ওসি স্যার এবং আমিসহ আমরা নয়জন পুলিশ সদস্য আহত হয়েছি।’
তিনি আরো বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কারণেই মূলত এ ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss