মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে ৪৯২ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রশিদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম।
গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি কালীগঞ্জের সেবকদাস এলাকার মৃত ফলু মিয়ার ছেলে।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি জানার পর তার উপর সার্বক্ষণিক নজরদারি রাখে র্যাব । শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৪৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss