চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গণ মিছিল করেন উপজেলার সাধারণ শিক্ষার্থী ও জনগণ।
আজ শুক্রবার (২ আগস্ট) বাদ জুম্মা সরকার পাড়া জামেমসজিদ থেকে গণ মিছিল নিয়ে চিলমারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এলএসডি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান পারভেজ বক্তব্য দেওয়ার সময় কয়েকটি হোন্ডা যোগে এসে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ, বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন হামলাকারীরা। হামলার সময় সেখানে পুলিশের উপস্থিতিও দেখা গেছে।
এই হামলায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। এখন পর্যন্ত আহতদের সঠিক হিসাব পাওয়া না গেলেও অজ্ঞাত একজনের মাথা ফেটেছে বলে জানা গেছে।
এদিকে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মিছিলে বক্তব্য দেয়ার সময় সরকার বিরোধী কথা বলায় হঠাৎ করেই সরকার দলীয় কিছু ছেলে ধাওয়া দেয়। তবে আমরা উপস্থিত থাকায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss