চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,নাজমুস সাকিব:
চিলমারীতে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।মিছিলে আসামি গ্রেফতারে ১২ ঘন্টার আল্টিমেটাম স্থানীয়দের।কুড়িগ্রামের চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যা মামলায় গেলো ১৩ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ার ১২ ঘন্টার মধ্যে এজহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল দশটায়এ হত্যা মামলাকে ঘিরে
মানববন্ধন কালে এ হুশিয়ারি দেয়া হয়।মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের দাবি চাওয়া হয়।
জিয়াউর আমিন বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামি ১২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার , বন্ধুবান্ধব ও স্থানীয়রা অংশগ্রহণ করেছেন।
মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত থেকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন।তিনি আশ্বস্ত করেন যে,এর ন্যায় বিচার পাবেন নিহতের পরিবার। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে।
এদিকে,ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss