আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার লক্ষ্মীপুর রায়পুরে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ২নং ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, ৮নং ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোস্তফা বেপারী, আলতাফ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমদাদুল হক।
সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।
আলোচনা সভা শেষে তিনজন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন।