নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মামলায় জামিন পেল তিন শিক্ষার্থী। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মো. গোলাম সারোয়ার ওই জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া শিক্ষার্থীরা হলো জেলা সদরের হারোয়া বাশিহারা গ্রামের মো. সম্রাট আলীর ছেলে মো. নিবিড় ইসলাম (১৬), জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে মামুন ইসলাম (১৭) ও একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. মাহবুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৭)।নিবিড় ইসলাম নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
অন্যদিকে মামুন ইসলাম ও মিম ইসলাম এবার এইচএসসি পাস করে সদ্য কলেজে ভর্তি হয়েছে।
১৮ জুলাই নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনে নেমে জেলা প্রশাসকের কার্যালয়, চৌরঙ্গীমোড়ে ট্রাফিক পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় ১৯ জুলাই সদর থানার এসআই মো. বেলাল হোসেন বাদী হয়ে ১৬ জন নামীয়সহ অজ্ঞাতপরিচয় দুই হাজারের অধিক আসামি করে মামলা করেন। ওই মামলায় নামীয় ১০ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বেশির ভাগের বয়স দেখানো হয়েছে ১৯ থেকে ২৩ বছর।
ওই তিন শিক্ষার্থীর আইনজীবী মো. নূর আসাদুজ্জামান ও মো. জুলফিকার আলী জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওই তিন শিক্ষার্থীর পরিবার তাদের সন্তানরা অপ্রাপ্ত বয়স্ক দাবি করে ২৫ জুলাই নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ জামিনের আবেদন করেন।
মঙ্গলবার ওই আবেদন শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss