কয়রা প্রতিনিধি,মোঃ আল-আমিন:
খুলনার কয়রায় উপজেলায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ মিছিল। কয়রায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল (৪) ঘটিকার সময় কয়রায় উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
কয়রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কয়রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ.লীগের অফিস গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে খুলনা -৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা,কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খুলনা -৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে সারাদেশে জ্বালাও পোড়াও সাধারণ মানুষের জান- মালের ক্ষতি করার চেষ্টা করছে। বিএমপি জামায়াতের অপতৎপরতা সাধারণ মানুষ তা বুঝতে পারছে।
কয়রা উপজেলা আ. লীগের সভাপতি জিএম মোহসিন রেজা বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামাত শিবির বিএনপি সরকারের ভাবমর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত।দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামাত শিবিরের দেশ বিরুধী অপতৎপরতা মোকাবেলা করবে।
এসময় আরও বক্তব্য রাখেন আ.লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহসম্পাদক,সাইফুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক কয়রা উপজেলা আ.লীগ, ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম দক্ষিণ বেতকাশী ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী .বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,নুরুল ইসলাম কোম্পানি মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান,আব্দুল্লাহ আল মাহমুদ ,,উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি,সাধারণ সম্পাদক,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss