ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
আজ ১৭-০৭-২০২৪খ্রিঃ বুধবার সকাল ১১ঘটিকায় সরাইল থানা কমপ্লেক্সের ২য়তলায় অন্তর সমাজ প্রগতি সংস্হার উদ্যোগে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক সেমিনারে উক্ত সংস্থার পরিচালক মোঃশামসুল আলম মোতাঈদের সভাপতিত্বে কবি জিল্লুর রহমান সঞ্চলনায় আলোচনায় অংশ গ্রহণ করেন,জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম ও সমাজ কর্মী।
সার্বিক তত্বাবধানে সরাইল থানার অফিসার ইন চার্জে প্রধান অতিথি হিসেবে উনার প্রতিনিধি সাব ইন্সপেক্টর নুরুল নবী, সরাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার, কালীকচ্ছ ইউনিয়ন চেয়ারম্যান সায়েদ হোসেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান ও কালীকচ্ছের এম,এ বাসার আইডিয়াল স্কুলের শিক্ষক নাজমা বেগম।
বক্তরা কিশোর অপরাধ প্রতিরোধে ধর্মীয়, সামাজিক মূল্যবোধ,মাদক মুক্ত সমাজ গঠনে সকল শ্রেণির সচেতনতাই রুখতে পারে সুন্দর সমাজ ব্যবস্হা।আপনার সন্তান আমার সন্তান কি করছে,কার সাথে চলা ফেরা করছে। তাঁর আচার আচার-আচরণের প্রতি লক্ষ্য রাখা জরুরী। প্রধান অতিথি"র বক্তব্যে বলেন মাদককে না বলি।মাদকের ক্রেতা বিক্রেতা, মাদকের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে জিরো টলারেন্স, সে যেই হোক।
সরাইলকে কিশোর অপরাধ মুক্ত রাখতে সবার সহযোগিতায় কামনা করেন।উপস্থিত সকল বক্তৃতাই সুন্দর সরাইল উপজেলা গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা-হলে কিশোর অপরাধ মুক্ত সুন্দর সরাইল প্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss