সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কোনাবাড়ী কলেজসহ আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ সময় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ কয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় কিছু সময় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে এসব ঘটনায় কোথাও কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী সফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। এতে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল। তবে কোথাও কোনো সংঘাত যাতে না ঘটে আমরা সেদিকে তৎপর রয়েছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss