মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৪০) হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের স্প্যার বাঁধ এলাকার তিস্তা নদীর চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, আদিতমারী উপজেলায় অবস্থিত তিস্তা নদীর বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার তিস্তা নদীর চরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত ওই মরদেহটির হাতে একটি ঘড়ি ও মুখে দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন পানিতে থাকায় লাশটিতে পচন ধরেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এলাকাবাসীরা কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।