কয়রা খুলনা প্রতিনিধি,মোঃ আল-আমিন:
তিন মামলার গ্রেফতারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল গাজিকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ ।
এ এস আই পিংকু বিশ্বাসের নেতৃত্বে কয়রা থানা পুলিশের একটি টিম ১৪ জুলাই রবিবার রাতে খুলনার সাচিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সাইফুল গাজি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের শরিয়তুল্যাহ গাজির ছেলে।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খুলনার সাচিবুনিয়া এলাকা হতে পুলিশের একটি টিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল গাজিকে রবিরা রাতে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, ২০২১ সালের একটি মামলায় কয়রা সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক প্রতারণামূলক অর্থ আত্মসাতের একটি মামলায় সাইফুল গাজিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।ওই মামলার রায় প্রদানের বহু আগে থেকেই সে পলাতক ছিল।
এছাড়াও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামি ছিল সাইফুল গাজি । অপরাধ দমনে কয়রা থানা পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।