মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
আধুনিক ও জনকল্যাণমূথী স্মার্ট পৌরসভায় রুপান্তরের লক্ষ্যে লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাট পৌরসভা কার্যালয়ের হল রুমে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
নতুন মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লক্ষ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৭০৮ টাকা। পৌরসভার পানি শাখা হতে আয় ৬৩ লক্ষ ৩০ হাজার ৩৫৬ টাকা, উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪ কোটি ৬৯ লক্ষ ৯৭ হাজার ৪৪৭ টাকা। উক্ত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং প্রস্তাবিত উদ্বৃত্ত আয় ধরা হয়েছে ১ কোগি ৭৭ লক্ষ ৩৩ হাজার ৫১১ টাকা।
পৌর মেয়র রেজাউল করিম স্বপ্ন বলেন, এবারের বাজেটে জনগণের উপর কোনরুপ কর বৃদ্ধি না করেই জনকল্যানমুখী বাজেট করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়ন হলে লালমনিরহাট পৌর এলাকাকে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত অবকাঠামো সমৃদ্ধ পৌরসভা গঠনে একধাপ এগিয়ে যাবে।
তিনি উল্লেখযোগ্যভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগীতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মশক নিধন, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপণ, ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, মাদক/তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছেন।
বিশেষ করে শহরের প্রধান প্রধান রাস্তা সহ গোলীর রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কার খাতে ২৭ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এছাড়া লালমনিরহাট পৌরসভার আধুনিক বহুতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণে প্রায় ৫ কোটি টাকা কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন চূড়ান্ত রয়েছে।
বাজেট ঘোষণ পৌরসভার সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss