মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কখনো সমাধান হতে পারেনা। আপনারা বিএসএফ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করবেন আমরা বিচারের আওতায় নিয়ে বিচার করবো।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে
বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি'র আয়োজনে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক আরও বলেন, আমরা পূর্বের হিসাব যদি ধরি সেই তুলনায় সীমান্তে হত্যা অনেকটাই কমেছে। বেশিরভাগ জিরো লাইন এর ওপারে কয়েক কিলোমিটার ভিতরে ভারতের মতে মারা পড়ছেন।
তিনি আরো বলেন, বিজিবি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড চলমান থাকবে।
চলমান বৈরি আবহাওয়া ও ভারী বর্ষণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা পাড়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ২শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিড়া, গুড়, নুডুলস্, লবন, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।
এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধিনস্থ পানবাড়ি বিওপি, তিনবিঘা করিডোর ও আঙ্গরপোতা দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।
ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠান ও পরিদর্শন কালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss