মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সৌরভ (২২) নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। সৌরভ পূর্ব চিকনমাটি ডাংগাপাড়া গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ডোমার থানার পুলিশ। মৃত সৌরভের জ্যাঠাতো ভাই আবু সায়েম, তার স্ত্রী মরিয়ম বেগম মনি এবং সায়েমের বাবা শামসুল হক জানান, বৃহস্পতিবার রাতে সৌরভ একাই ঘরে ছিল। রাত সাড়ে তিন টার দিকে সৌরভের প্রতিবন্ধী চাচা শামসুদ্দিনের চিৎকারে আমরা সবাই টের পেয়ে দেখি সৌরভের লাশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের বারান্দায় ঝুলে আছে।
তার ঘরের দরজা খোলা এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সাথে কারো কোন ঝগড়া বিবাদ নাই। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, এ বিষয়ে ডোমার থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss