সখিপুর (টাংগাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
বর্ষার পানি পুরোপুরি আসার আগেই সখীপুর উপজেলার নদী-নালা ও খাল-বিল ছেয়ে গেছে ‘চায়না’ জালে। আর এসব জাল দিয়ে প্রাকৃতিক উেস ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন এক শ্রেণির মাছ শিকারি।
উপজেলার সর্বত্র স্বল্প পানিতে দেখা যাচ্ছে এই জাল। এদিকে বহেড়াতৈলের নকীরবিলে রাতের আধারে কিছু অসাধু মাছ ব্যবসায়ীর ভের জাল দিয়ে ধরছে ডিম দেওয়া মা মাছ আরো বেতুয়া, কালিয়ান, বহেরাতৈল, যোগীর গোপা, দাবাইল সহ বিভিন্ন এলাকায় চায়না জাল দিয়ে বিভিন্নভাবে ধরা হচ্ছে মা মাছ।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় যেখানেই একটু পানি জমেছে সেখানেই এই জাল পাতা হচ্ছে। আর অবাধে ডিমওয়ালা দেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে। জ্যৈষ্ঠ-আষাঢ় মাস মাছের প্রজনন কাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা-মাছ ডিম ছাড়তে পারছে না। এর ফলে প্রাকৃতিকভাবে মাছের উত্পাদন কমে যাচ্ছে। পোনা মাছও ধরা পড়ছে এই জালে।
এভাবে অবাধে ডিমওয়ালা ও পোনা মাছ ধরলে দেশীয় প্রজাতির মাছের অভাব দেখা দেবে। উপজেলার বেতুয়া গ্রামের জুলহাস মিয়া বলেন, পানিতে যদি মাছ থাকে তবে চায়না জালে তা ধরা পড়বে। লোহার রডের সঙ্গে পেঁচিয়ে বিশেষভাবে তৈরি বর্গাকৃতির এই ঘন জালটি মাছের জন্য সর্বনাশা ফাঁদ আর এত মাছ অন্য কোনো জালে ধরা পড়ে না।
খোঁজ নিয়ে জানা গেছে, চায়না জাল দিয়ে ধরা মাছ বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। এসব মাছের মধ্যে রয়েছে ছোট পোনা থেকে শুরু করে আট থেকে ১০ ইঞ্চি লম্বা টাকি, ছোট-মাঝারি শিং-মাগুর ও ট্যাংরা। এসব মাছের অধিকাংশই ডিমওয়ালা। অথচ ডিমওয়ালা মাছ ধরা নিষেধ।
আর এসব চায়না জাল বা চায়না দিয়ারী উপজেলার কুতুবপুর, বড়চওনা, কচুয়া, সখীপুর সদর, নলুয়া, তক্তারচালা বাজারে বিক্রি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক বিক্রেতা বলেন, বর্তমান মৌসুমে চায়না দিয়ারী জালের ব্যাপক চাহিদা। স্থানীয় সচেতন মহল নিষিদ্ধ এ চায়না জাল বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে এই জাল দিয়ে এভাবে মাছ নিধন অব্যাহত থাকলে মৌসুমে মাছের তীব্র আকাল দেখা দেবে।
স্থানীয়রা বলেন চায়না জাল সহ যে বা যারা বিভিন্ন পদ্ধতিতে ডিম দেওয়া মা মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss