কুড়িগ্রাম( চিলমারী) প্রতিনিধি,নাজমুস সাকিব (নিলয়):
আজ রাত থেকেই চিলমারীতে অতিবৃষ্টি।এই অতিবৃষ্টির কারনে লাইনের নিচের মাটি ধ্বসে যায়।এই ঘটনাটি ঘটে চিলমারী বালাবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে।
রেললাইনের মাটি ধ্বসে যাওয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার ৮টা ৩০এ ট্রেনটি চিলমারী থেকে ছাড়ার সময় থাকলেও এই ধ্বসে কারনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে । এতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।এই চিলমারী কমিউটার ট্রেনটি প্রতিদিন চিলমারী থেকে রংপুর যাতায়াত করতো।
এইদিকে চিলমারী রেলওয়ে কর্তৃপক্ষ জানান রেললাইন ধ্বসে যাওয়া অংশের সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলেই আবারো, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।