মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:
১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সন্দ্বীপে জম্মনিয়ন্ত্রন পদ্বতির সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১০ ই জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলে।
উক্ত ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্বনাব আব্দুল মতিন ও উপজেলা মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ শাওরীন ফেরদৌস আবেদীন।
এই সময় ২২ জন মহিলাকে সম্পন্ন বিনামূল্যে ৫ বছর মেয়াদী জম্মনিয়ন্ত্রন পদ্ধতি সেবা প্রদান করা হয়।উক্ত কার্যক্রমে সার্জন হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শাওরীন ফেরদৌস আবেদীন। সহযোগীতায় ছিলেন ডাঃ সমর কান্তি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মাছুমা জাহান তৃপ্তি।
এছাড়া পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাঈনউদ্দীন, রেজাউল করিম,শিমুল মজুমদার সহ মগধরা,মাইটভাংগা, সারিকাইত ও মুছাপুর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী গন। আরো উপস্থিত ছিলেন রণজিৎ মজুমদার, সুকান্ত বড়ুয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss