মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে প্রতি মঙ্গলবার বসে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কোষা নৌকার হাট। বর্ষার মৌসুমে নদীতে পানি বাড়লে এই হাটে জমে ওঠে ক্রেতা-বিক্রেতার ঢল।
রামচন্দ্রপুর বাজারে নৌকা বিক্রির প্রচলন শত বছরেরও বেশি পুরনো।এখানে বিভিন্ন আকারের নৌকা, যেমন হাতে বাওয়া নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, ছোট নৌকা, মাঝারি নৌকা, বড় নৌকা পাওয়া যায়।
নৌকা তৈরিতে ব্যবহৃত হয় জামরুল, রেইনটি, আম, কদম, শিমুল কাঠ।নারায়নগঞ্জ, নরসিংদী, বাবুর হাট, ব্রাক্ষণবাড়িয়া জেলা থেকেও ক্রেতা আসেন।
বর্ষার সময় নৌকার চাহিদা বেড়ে যায়, তাই হাটে নৌকা বিক্রিও বেড়ে যায়।বর্তমানে কাঠ, লোহা ও অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরির খরচ বেড়েছে।ছোট নৌকা ৩ থেকে ১০ হাজার টাকা, মাঝারি নৌকা ১২ থেকে ২০ হাজার টাকা এবং বড় নৌকা ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়।
প্রতি মঙ্গলবার ২০০ থেকে ৩০০ নৌকা বেচাকেনা হয়।রামচন্দ্রপুর বাজারের নৌকা হাট কুমিল্লা জেলার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।এটি স্থানীয়দের যাতায়াত ও জীবিকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।বর্ষাকালে যখন অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, তখন নৌকা যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়।
মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারের শতবর্ষী কোষা নৌকার হাট শুধু একটি বাজার নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এটি স্থানীয়দের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss