মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ:
হালুয়াঘাট উপজেলা বন্যার পানিতে ডুবে এক শিশু মারা যায় ।সোমবার দুপুরে ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ববাখাই গ্রাম, ইউনিয়নের ।মাহমুদুল হাসান বয়স (১৫)পিতার নাম: ওবাইদুল হোসেন
ছেলে টি সরচাপুর ময়েজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর মেধাবী ছাত্র।
(ক্লাস রোল :- ০১) বন্ধুদের সাথে ঘুরতে যায় জামবিলে গোসল করতে যায়। এসময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর কয়েক ঘণ্টা পর তার মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, ‘বন্যার পানিতে ডুবে শিশু এক জন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’