মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক
সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দলে ‘নতুন রক্ত’ সঞ্চালন, আগামীর নেতৃত্ব তৈরি, তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলন ঘটানোসহ কয়েকটি লক্ষ্য পূরণে দলে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন শাখা।
রবিবার (৭ জুলাই) বিকেল ৫ টায় পূর্ব মুছাপুর মুস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাস্টার মাসুম ।
প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মাস্টার বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, মুছাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ, যুবলীগ নেতা আলাউদ্দিন, সৌরভ, মামুন প্রমুখ।