শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরে গোয়াল ঘরের কারণে দূষিত পরিবেশ, সরাতে ১১ পরিবারের আবেদন 

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৪ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির উত্তর কেরোয়া মানছুরা উচ্চ বিদ্যালয় এলাকার দেওয়ান বাড়িতে গরুর গোয়াল ঘরের কারণে পরিবেশ দূষিত হওয়ার অভিযোগ উঠেছে। গোয়াল ঘরটি সরাতে ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন মোঃ অহিদুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

অভিযোগটি দেয়া হয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর। অভিযোগ সূত্রে জানা যায়, সালেহ আহম্মদ নামে এক ব্যক্তির গোয়াল ঘরের কারণে ব্যহত হচ্ছে প্রায় ১১ টি পরিবারের জীবনযাত্রা। বাড়ির সামনে হওয়ায় নষ্ট হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ।

ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা জানান, গোয়াল ঘরটি দ্রুত সরিয়ে নেয়া জরুরি। বৃষ্টি গরুর গোবর বাড়ির সামনের রাস্তায় ছড়িয়ে যায়। চলাচল করতে গিয়ে বিড়ম্বনার শিকার হন বাসিন্দারা। দুর্গন্ধের কারণে বাড়িতে থাকা যায় না।

বাড়ির ১১ টি পরিবারের হয়ে গোয়ালঘর সরাতে আবেদন করা অহিদুর রহমান বলেন, দুর্গন্ধের কারণে বাসিন্দারা বসবাস করতে কষ্ট হয়। গোয়াল ঘরটি অন্যত্র সরিয়ে নিলে অন্তত ৫০ জন বাসিন্দা ও রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন উপকৃত হবে।

অভিযুক্ত সালে আহম্মদ বলেন, আমার জমিতে আমি গোয়াল ঘর করেছি। কারো অসুবিধা হলে আমি কী করবো।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে রায়পুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলমকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102