কয়রা উপজেলা প্রতিনিধি, মোঃ আল-আমিন:
খুলনার কয়রা উপজেলার প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে আসাদুল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাতে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোঁড়লকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের খোঁড়লকাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে।,,তিনি কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের একাদশ বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকেন। ঘরে না পেয়ে পাশে একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন তিনি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে নামান,আসাদুল প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করেন বলে জানান তারা।
আসাদুলের বন্ধুরা জানান, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সঙ্গে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ফোনে কথা বলতেন, ভিডিও কল, চ্যাটও করতেন
মাঝে মধ্যে তাদের ভেতর মনোমালিন্য হত। আসাদুল একটু বেশি আবেগপ্রবণ ছিলেন। প্রেমিকার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।
কয়রা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, ‘ভিডিও কলে কথা বলার সময় এক তরুণ গলায় ফাঁস দিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’