মোঃ মাঈনউদ্দীন, উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ:
সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যে তৈরী, পরিবেশনা ও অবহেলাজনিত কারণে ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর অপরাধে এনাম নাহার মোড়ের ভাই ভাই হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত উল্ল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ ছাড়া শিবের হাট ও,ধোপার হাটে মৎস্য আইন অমান্য করে জাটকা ইলিশ নিধন করায় বিভিন্ন জেলে থেকে জাটকা নিয়ে এতিমখানা ও রাস্তায় বিলি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এনাম নাহার নামক বাজারে ভাই ভাই হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss