ফিরোজ হাসান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে রাজু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। রাজু ওই ইউনিয়নের গড়িয়ালী গ্রামের মো. হবির ছেলে।
বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা এ তথ্য জানিয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আজ ভোরে রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্তে ৩৭৬ নম্বর পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে রাজু সেখানেই মারা যান। অন্যরা পালিয়ে যান। পরে লাশ নিয়ে যান বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমদ বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss