ফিরোজ হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও, ৬ জুলাই ২০২৪: “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নাজমুল হুদা শাহ্ (এ্যাপোলো) নিজ উদ্যোগে নিজ জন্মভূমি গড়েয়ায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচির আওতায় তিনি রাস্তা, পরিত্যাক্ত স্থান এবং নিজ ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, হরতকি, বয়রা, নিম, নারিকেল, মেহগুনী, এবং লেবু ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়। জনাব নাজমুল হুদা শাহ্ (এ্যাপোলো) বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের সুস্থ জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মসূচির মাধ্যমে আমি আমার জন্মভূমিকে সবুজ ও সুন্দর করতে চাই এবং দেশের উন্নয়নে একটি ছোট অবদান রাখতে চাই।”
তিনি আরো বলেন, “বৃক্ষরোপণ শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলজ গাছগুলো আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করবে এবং বনজ গাছগুলো পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে। এতে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”
স্থানীয় জনগণ এবং দলীয় কর্মীরাও এই উদ্যোগে অংশগ্রহণ করে। তারা জনাব নাজমুল হুদা শাহ্ (এ্যাপোলো) এর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
এই উদ্যোগ ঠাকুরগাঁও জেলার অন্যান্য এলাকায়ও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলোর সহযোগিতায় এই ধরনের কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss