মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ প্রতিনিধি:
এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য পিঠা, মাছ- মাংস, ফল সবজি আচার প্যাকেজিং করা যাবে। সন্দ্বীপে প্রথমবারের মত একটি অত্যাধুনিক ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন আনা হয়েছে। কৃষি বিপনণ অধিদপ্তরের বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় এই মেশিনটি সংগ্রহ করা হয়েছে। শুক্রবার বিকালে মেশিনটি আনুষ্ঠানিকভাবে Human 25 কৃষক গ্রুপের কাছে হস্তান্তর করেন সন্দ্বীপের সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য প্যকেটজাত করা যাবে। ভ্যাকুয়াম মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্যাকেটজাত করার সময় প্যাকেটের ভিতর থেকে সব বাতাস বের করে নেয়া হয়।
যার ফলে প্যাকেটের ভিতরের খাবারের গুনগতমান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অক্ষুন্ন থাকবে। এই মেশিনের সাহায্যে ফুডগ্রেড প্যাকেট ও এলুমিনিয়াম ফয়েল প্যাকেটে যে কোন ধরনের রান্না ও ভাজা খাবার, মাছ, মাংস, ফলমূল, শবজি, আচার, পিঠা-ফুলি ও পায়েস প্যাকেজিং করা যাবে। ধরন ও মান অনুযায়ী এসব খাবার দুই সপ্তাহ থেকে দুইমাস পর্যন্ত ভালো থাকবে বলে মেশিনের ক্যাটালগে কোম্পানীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
ঢাকা, চট্টগ্রামসহ দেশ- বিদেশে আত্মীয় স্বজনের কাছে যারা খাবার পাঠান এই প্যাকেজিং মেশিন তাদের জন্য যথেষ্ট উপকারী হবে। এক সাথে সর্বোচ্চ এক কেজি প্যাকেট করা যাবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss