শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারতকে ট্রানজিট ও সীমান্ত হত্যা বন্ধে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৪০ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট:

ভারতকে ট্রানজিট ও সীমান্ত হত্যা বন্ধে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লালমনির জেলা শাখা স্টেশন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে মিছিলটি মিশন মোরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে।

উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আজহারুল ইসলাম,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মকসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রমজান আলী প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি জনাব হাফেজ মাওলানা আজহারুল ইসলাম বলেন “সীমান্তে প্রতিনিয়ত হত্যাকাণ্ড সংঘটিত হয় অথচ শেখ হাসিনা ভারতকে ট্রানজিদ দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব বিনষ্ট করার সুদূরপ্রসারী পায়তারা করছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি” সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাওলানা মোকসেদুর রহমান তার বক্তব্য বলেন আমরা “ভারতের সঙ্গে গোলামী চুক্তি মানি না ,সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, ফারাক্কা চুক্তি বাতিল করতে হবে, রেল ট্রানজিট চুক্তি বাতিল করতে হবে যদি তা না হয় আগামীতে ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

তিনি আরো বলেন টিপাই মুখ বাঁধের বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লংমার্চ ঘোষণা করেছিল এবং সফল হয়েছিল তেমনি ভারতের সঙ্গে রেল ট্রানজিট বাতিল করা না হলে আগামীতে যে আন্দোলন কর্মসূচি আসবে ওই আন্দোলন সফল করার জন্য ইসলামী আন্দোলন ও ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102