মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
বুধবার (৩ জুলাই) র্যাব-১৩র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই উপজেলার ধুবনী এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আনিছুর রহমান (২৪) এবং দক্ষিণ পারুলিয়া এলাকার মহসীন আলীর ছেলে আলি আকবর (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ০৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশে হাতীবান্ধা থেকে ভোটমারীগামী পাঁকা রাস্তার অভিযান চালায় একটি আভিযানিক দল। সে সময় তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss