মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দায় মাদক মামলার আসামি সহ ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তার সাথে ছিলেন, কনস্টেবল মোকাম্মেল আরিফিন আরিফ, কনস্টেবল মাহমুদুর রহমান, কনস্টেবল মাজেদুর রহমান ও কনস্টেবল মোঃ হুমায়ুন কবির।
আটক আসামিরা হলেন, তারাকান্দা উপজেলার রায়জান গ্রামের আব্দুল বারেকের পুত্র মাদক মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম (২৮), মালিডাঙ্গা গ্রামের গফুর আলীর পুত্র বিদ্যুৎ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ মফিদুল ইসলাম ও আমসোলা গ্রামের আব্দুস সামাদের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হুমায়ুন কবীর।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আজ দুপুরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।